শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন

শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন

শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন সিলেটের এক বিশিষ্ট আলেম পরিবারে জন্ম। তাঁর বাবার নাম মোঃ আহমদ হুসাইন ও মায়ের নাম মোছাঃ আনোয়ারা বেগম। তিনি ছয় ভাই বোনের মধ্যে দ্বিতীয়। শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। 

শিক্ষাজীবন: বাবা-মায়ের কাছেই পড়ালেখার হাতেখড়ি। তাজবীদের আহকামসহ বিশুদ্ধ কুরআন শিক্ষা বাবার কাছে। প্রাথমিক উর্দু ও ফারসি শিক্ষা তাঁদের হাতেই। প্রখ্যাত ‘আলেম ও মুহাদ্দিস আল্লামা মুহাম্মাদ আলী (রহি.) এর সান্নিধ্যে থেকে বাঁশবাড়ী তাহিরিয়া সালাফিয়া মাদরাসায় একটানা ৪ বছর আরবি ভাষা ও ফুনুনাতের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন। সরকারি মাদরাসা আলিয়া থেকে কামিল ও জাবি থেকে এম.এ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেন। বিষেশতঃ কিং সউদ বিশ্ববিদ্যালয় রিয়াদ, সৌদি আরবের প্রাজ্ঞ শিক্ষিক দ্বারা পরিচালিত শিক্ষক প্রশিক্ষণ কোর্স করে ‘উচ্চতর ডিপ্লোমা' সনদ লাভ করেন।

সৌদি আরবের খ্যাতনামা সালাফী শাইখদের থেকে তাওহীদ, হাদীস ও ফিকহ বিষয়ে জ্ঞান লাভ করেন। আল্লামা আব্দুল আযীয বিন বায (রহ.), আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমীন (রহ.), ড. আল্লামা সালেহ ফাওযান আল ফাওযান (হাফি.) প্রমুখদের দারসে বসার সৌভাগ্য লাভ করেন। তাছাড়া মুহাদ্দিস আল্লামা আবুল করিম আল-খোয়াইর, শাইখ আব্দুল মুহসিন আল-উবাইকান, ড. শাইখ আহমদ আস-সাহলী, ড.আব্দুর রহমান আল-খুমাইস, ড. বদর বিন নাসের আল বদর ও প্রফেসর ড. ওসমান বিন আদম-এর নিকট দীর্ঘমেয়াদী ইলমী কোর্স করেন।

কর্মজীবন: একটি কওমী মাদরাসায় শিক্ষকতা দিয়ে শুরু। মাসিক আত-তাহরীক-এর সম্পাদনা সহকারী হিসেবে গোড়াপত্তন। ১৯৯৭ সালের শেষ থেকে সউদী সরকাররে ধর্ম মন্ত্রণালয়ের অধিন 'তায়েফ ইসলামিক সেন্টার' এ একটানা ২০০৮ সাল পর্যন্ত অনুবাদক, গবেষক ও দাঈ হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে মোট ২২ টি গ্রন্থ অনুবাদ ও রচনা করেন। ২০০৯ সাল থেকে দেশে একটি প্রাইভেট মাদরাসার অধ্যক্ষ পদে চাকুরী শুরু করেন। ২০১৩ সাল হতে ঢাকার অদূরে গাজীপুর মহানগরে “জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া” নামক প্রতিষ্ঠান করে দারস ও তাদরীসে নিয়োজিত আছেন। গবেষণা পত্রিকা ‘সাপ্তাহকি আরাফাত' এর  সম্পাদক পদে কর্মরত। এ ছাড়াও পীস টিভি বাংলাসহ বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর ইসলামী আলোচনা ও সাবলিল উপস্থাপনা বাংলাভাষী মানুষদের নিকট সমাদৃত হয়েছে। মহান আল্লাহ শাইখকে নেক হায়াত দান করুন! আমীন!